হ্যাশ-কোকেনের নেশা যেন জলভাত ছিল কঙ্গনার কাছে। তবে এতটাই ভয়ঙ্কর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কঙ্গনা যে নেশার জিনিস না পেলে রেগে গিয়ে উপর দিয়ে ঝাঁপ মারারও চেষ্টা করতেন কঙ্গনা রানাউত। সেই সময় অন্যান্যদের সতর্ক , বারণ কোনও কিছুই শোনেননি কঙ্গনা, কিছুদিন আগে নিজের জীবনের গোপন কথা ফাঁস করেছিলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন (Happy Birthday Kangana Ranaut) ।