কিছুদিন আগে টুইঙ্কল-এর শো-তে এমন তিনটি নাম জিজ্ঞাসা করা হয়, যা তার কাছে সেক্সের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিয়ারাও এমন তিনটি জিনিসের নাম বলেছেন যা শুনে সকলেই হতবাক। প্রথমত পিৎজা, দ্বিতীয়ত শপিং, তৃতীয়ত, ভাল সিনেমা।এমনকী কিয়ারা চান শুয়োপোকা হতে, যাতে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারেন।শি মূল্যবান।