একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে বোল্ড অবতারে মিমি, 'সেক্সবম্ব' কৃতির হাইভোল্টেজে কুপোকাত ভক্তরা

Published : Jul 27, 2021, 12:11 PM IST

৩০ পেরিয়ে ৩১-শে পা দিলেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন। এবারের জন্মদিনটা ভীষণ স্পেশ্যাল কৃতির কাছ। ফের ধামাকাদার এন্ট্রি নিতে চলেছেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন। আপকামিং ছবি 'মিমি'র জন্যই নিজেকে একেবারে অন্যভাবে প্রস্তুত করছেন কৃতি শ্যানন। মা হতে চলেছেন কৃতি শ্যানন। তবে মা হওয়ার সেই গল্পই ফাঁস হল জন্মদিনের আগে। মাত্র ৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলারেই যেন পুরো গল্পটা বলে দিয়েছিলেন দর্শক। গ্রামের মেয়ের সারোগেসিতে মা হওয়া নিয়ে ছবির গল্প,কিন্তু মা হওয়ার পর একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে  বোল্ড অবতার নজর কেড়েছেন কৃতি। কৃতির হাইভোল্টেজে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।  

PREV
19
একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে বোল্ড অবতারে মিমি, 'সেক্সবম্ব' কৃতির হাইভোল্টেজে কুপোকাত ভক্তরা

 মা হতে চলেছেন কৃতি শ্যানন। তবে মা হওয়ার সেই গল্পই ফাঁস হল জন্মদিনের আগে। মাত্র ৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলারেই যেন পুরো গল্পটা বলে দিয়েছিলেন দর্শক। 

29

 মা হতে চলেছেন কৃতি শ্যানন। তবে মা হওয়ার সেই গল্পই ফাঁস হল জন্মদিনের আগে। মাত্র ৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলারেই যেন পুরো গল্পটা বলে দিয়েছিলেন দর্শক। 

39

সারোগেসির মাধ্য়মে কীভাবে মা হওয়া যায়, তা জানতেন না মিমি। বিদেশি কাপলের মা হওয়ার প্রস্তাব নিয়ে আসেন পঙ্কজ ত্রিপাঠি। প্রথম রাজি হননি। ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে বাড়িতে কী বলবেন এসব ভেবেই না করে দেন কৃতি।

49

বিদেশি দম্পত্তি হঠাৎই অস্বীকার করেন তাদের বাচ্চাকে নিতে। কিন্ত গর্ভপাত করাতেও রাজি হননা মিমি। তারপর থেকেই শুরু হয় মানসিক টানাপোড়েন, পারিবারিক সমস্যা। অবশেষে জন্ম হয় মিমির গর্ভে অন্যের সন্তান।
 

59


গ্রামের মেয়ের সারোগেসিতে মা হওয়া নিয়ে ছবির গল্প,কিন্তু মা হওয়ার পর একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে  বোল্ড অবতার নজর কেড়েছেন কৃতি। কৃতির হাইভোল্টেজে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

69

বলি অভিনেত্রী কৃতি শ্যানন গরমে উষ্ণতা বাড়াতে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন। হাই থাই স্লিটে চুঁইয়ে পড়ছে ভরা যৌবন। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে  উষ্ণতার পারদ চড়ালেন কৃতি।

79

ইতিমধ্যেই পরম সুন্দরী গানের তালে নেচে ঝড় তুলেছেন কৃতি শ্যানন। লক্ষণ উতেকর পরিচালিত এই ছবি গতকালই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ছবি কৃতি শ্যাননের বিপরীতে ফাটিয়ে অভিনয় করেছে পঙ্কজ ত্রিপাঠী।

89

একলাফে ১৫ কেজি ওজন ঝরিয়ে সকলকে চমকে দিয়েছেন  কৃতি শ্যানন। উষ্ণতার পারদ চড়িয়ে কৃতির বোল্ড অবতার নজর কেড়েছে ভক্তদের।  শরীরী নেশায় আগুন জ্বালালেন বলি অভিনেত্রী কৃতি।

99

বর্তমানে 'আদিপুরুষ' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। ছবিতে সইফ আলি খান, প্রভাসকেও দেখা যাবে। এছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে 'বচ্চন পান্ডে'-তেও দেখা যাবে কৃতিকে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories