মিনিশা ( Minissha lamba) আরও জানান, তিনি যখন মুম্বাইতে আসেন, তখন তিনি একটি পিজিতে থাকতেন। একদিন পিজির মালিকের স্ত্রী তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন। আলমারি থেকে পাঁচ টাকা চুরির অভিযোগ আনা হয় মিনিশার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠার পর আমি খুবই ভেঙে পড়েছিলাম এবং সেই পিজি ছেড়ে ছোট ঘরে ভাড়া নিয়েছিলাম। পরে তিনি সেই টাকা পেয়ে নিজের ভুল বুঝতে পেরেছিলেন।