শাহরুখ খান তবে একবার এই নিয়ম ভেঙে রেকর্ড বরেক করেছিলেন, সকলের আগে পৌঁছে যেতেন সেটে, তাও আবার সকাল সকাল, ছবির নাম ওম শান্তি ওম। এই ছবিতে একটি গানে মোট ৩১ জন অভিনেতা-অভিনেত্রী অংশ গ্রহণ করেছিলেন, এই সকলকে নিয়ে চলত শ্যুট, তাই কলটাইম ফেল করতেন না শাহরুখ খান।