তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন নেটিজেনরা। সইফের জন্মদিনে পুরোনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে জানা গেছে একসময় বয়সে বড় অভিনেতার সঙ্গে রোম্যান্স না পসন্দ ছিল করিনার, কিন্তু বাস্তবে বিবাহিত, দুই সন্তানের বাবার কামের নেশাতেই পাগল করিনা কাপুর।