পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। নতুন স্বপ্ন -নতুন আশা- নতুন ভরসা নিয়ে ভালভাবে কাটাতে বছরের শুরুতে সকলেই রয়েছেন ছুটির মেজাজে। কেউ নিজের বাড়িতে, কিংবা বন্ধুদের সঙ্গে, আবার কেউ খানিকটা দূরে গিয়ে প্রিয়জনের সঙ্গে নিয়ইয়ার সেলিব্রেট করেছেন।
210
লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে গিয়ে প্রিয়জনের সঙ্গে নিয়ইয়ার সেলিব্রেট করেছেন বলিউডের একাংশ। ইতিমধ্যেই বলিউডের একঝাক তারকা নিউইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছেন নিজেদের পছন্দের ডেস্টিনেশনে। সেই তালিকায় রয়েছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে।
310
নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত অনন্যা পান্ডে। মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রশনে ব্যস্ত অনন্যা পান্ডে। আপাতত বলিপাড়ার চর্চিত প্রেমিক ঈশানের সঙ্গে রণথম্বোরে ছুটি কাটাচ্ছেন অনন্যা পান্ডে।
410
প্রেমিক ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে আসছে। সূত্র বলছে ঈশানকে সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনন্যা। যদিও পাপারাৎজিদের ফাঁকি দিয়ে একান্তে সময় কাটাচ্ছেন ঈশান ও অনন্যা।
510
অনন্যা পান্ডে এবং ঈশান খট্টরের একসঙ্গে ঘুরতে যাওয়ার কথা স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়ায় যে গোয়েন্দাগিরির কাজটা করেছে। আর তা ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি।
610
ছুটি কাটাতে গিয়ে তারায় ভরা খোলা আকাশের শান্তিপূর্ণ ছবি পোস্ট করেছেন অনন্যা। নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার পর হুবহু একই ছবি লেন্সবন্দি করেছেন ঈশান। আর তারায় ভরা আকাশ দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা।
710
ছবি দেখেই নেটিজেনরা বলেছেন একসঙ্গে বর্ষবরণ উদযাপনে মেতেছেন বলিপাড়ার দুই তারকা। একই জায়গা থেকে তোলা হয়েছে দুটো ছবি। আপাতত নতুন বছরে ঈশান ও অনন্যার এই কাপল গোল বেশ তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনরা।
810
২০২১ সালটা মোটেই সুখকর ছিল না অনন্যার জন্য। ২০২১ সালেই মাদককান্ডে আরিয়ান খানের সূত্র ধরেই শিরোনামে উঠে এসেছিলেন অনন্যা পান্ডে। আচমকাই বাড়িতে এনসিবি হানা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ,ইডি-র জেরা , নেটিজেনদের কটাক্ষ আরও কত কি সামলাতে হয়েছে অনন্যাকে।
910
এককথায় ২০২১-এ যেন ঝড় বয়ে গেছে অনন্যার উপর দিয়ে। আপাতত মাদক বিতর্ক এখন অতীত। সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত অনন্যা পান্ডে। এবং চলতি বছরটা যেন খুব ভালভাবে কাটে তার জন্যই বছরের শুরুতেই ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছেন প্রকৃতিক কোলে।
1010
গত বছরে 'খালি পিলি' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঈশান ও অনন্যা। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। তারপরই প্রেম। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন বলিউডের এই কাপল। কিন্তু বলিপাড়ার অন্দরে কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন স্পষ্ট শোনা যায়।