প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারে শোকের ছায়ার পাশাপাশি এখন চলছে অদম্য লড়াই। ছেলের প্রতি অত্যাচার হয়েছে বলেই জানিয়েছেন তিনি। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। পরিবারের পাশে এসে দাঁড়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ফরিদাবাদে গিয়ে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করে আসেন তিনি। সুশান্তের বাবা কৃষ্ণকুমার সিং এবং দিদি রানি সিংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এমনকি আশ্বাস দিয়ে আসেন তাঁরা বিচার পাবেন। শীর্ষ আদালতে কেকে সিংয়ের আইনজীবী জানান, সুশান্তের মৃত্যুর পিছনে দায়ী রিয়া চক্রবর্তী।