২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় সলমনের ঘনিষ্ঠ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। একটানা প্রায় ৫ ঘন্টা সময় ধরে ইডির লাগাতার জেরা করেছে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজকে।
311
সম্প্রতি একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, জানা গেছে, গাড়ির ভিতরেই নাকি সঙ্গম করেছিলেন জ্যাকলিন, আর এই প্রশ্ন উঠতেই জবাবে যা বললেন নায়িকা, তা নিয়েই বাড়ছে জল্পনা।
411
একদিকে ২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলা অন্যদিকে জ্যাকলিনের যৌনতা নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। সত্যিই কি গাড়িতে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, এই নিয়ে চলছে কানাঘুষো।
511
জ্যাকুলিন ফার্নান্ডেজ এবং আমান্ডা সের্নি 'ফিল গুড' পডকাস্ট হোস্ট করেছিলেন। এবং সেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং মজার বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন।
611
আমান্ডা সের্নি ভারতেও খুব জনপ্রিয়। যখন জ্যাকলিন এবং আমান্ডার দেখা হয়েছিল, তখন তাদের সুন্দর ছবিগুলি ইন্টারনেটে রাতারাতি ঝড় তুলেছিল। ফিল গুড পডকাস্ট পর্বের একটিতে অতিথি হিসেবে মহিলাদের সাথে যোগ দেন ডেন কুক।
711
আড্ডা মারতে মারতেই আমান্ডা জ্যাকলিন এবং ডেনকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কখনও গাড়িতে যৌন সম্পর্ক করেছেন কিনা এবং তাদেরকে হাত দেখিয়ে উত্তর দিতে হবে।
811
ডেন এবং আমান্ডা খুব তাড়াতাড়ি হাত তুলতে পেরেছিলেন, কিন্তু জ্যাকলিন কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। আমান্ডা মজা করে প্রতিক্রিয়া জানায় এবং জ্যাকলিনকেও হাত বাড়ানোর কথা জিজ্ঞাসা করে।
911
যদিও আমান্ডার প্রশ্নে পরে অবশ্যে জ্যাকলিন হাত বাড়িয়ে সম্মত হন যে তিনিও গাড়িতে সেক্স করেছেন। তবে কার সঙ্গে গাড়িতে সেক্স করেছেন সে বিষয়ে মুখ খোলেননি জ্যাকলিন।
1011
২০০৯ সালে বলিউডে ডেবিউ করেছিলেন জ্যাকলিন। তারপর থেকেই বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
1111
ইতিমধ্যেই জ্যাকলিনের হাতে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে। জ্যাকলিনের 'ভূত পুলিশ','অ্যাটাক', 'বচ্চন পান্ডে', 'রাম সেতু'-র মতো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।