বুক চেরা, কাঁধ কাটা, বুক সমান, ট্রান্সপারেন্ট পোশাক, লেসহীন ব্লাউজ, ব্রা-লেট ব্লাউজ, স্পোর্টস ব্রা, কাফ বসানো ড্রেস, পিঠ খোলা পোশাক- এমন কত না জানি ফ্যাশনের নামে নারী পোশাক সামনে এসেছে। থুড়ি বলে নেওয়া ভালো এসবই কিন্তু কাঁধ থেকে কোমর পর্যন্ত পোশাক। তা এমন সব ফ্যাশন আর স্টাইল দেখতে দেখতে সকলেরই চোখ অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু, BIG Boss OTT ফেরত অভিনেত্রী উরফি জাভেদ জামা বলে যা চালানোর চেষ্টা করলেন তা নিয়ে নেটদুনিয়ায় কিন্তু হইচই বেঁধেছে। এরমধ্য মাত্রা যোগ করে দিয়েছে জমার নিচ দিয়ে উঁকি মারা গোলাপী রঙের ব্রা অথবা গোদা বাংলা যাকে বলে ব্রেসিয়ার।