'থ্রিসাম'-এও কি লিপ্ত রণবীর সিং, একাধিক যৌন সম্পর্কের পর প্রশ্নের সটান জবাব দিলেন 'খিলজি'

'ভার্জিনিটি লস থেকে সঙ্গম' যেন জলভাত রণবীরের কাছে। একাধিক নারীসঙ্গ উপভোগ করা রণবীরের প্রেমিকার সংখ্যাও ছিল অনেক। সকলের সঙ্গে গাঢ় চুম্বনে লিপ্ত হয়েছেন রণবীর। কখনও বিয়ের আগে ২৩ বার চুমু, আবার কখন বিছানায় ফেলে চুম্বন, আবার সকলের সামনে প্রকাশ্যেই সহকর্মীকে চুম্বন। এবার থ্রিসাম নিয়েও প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা। কী প্রতিক্রিয়া হয়েছিল বলিউডের খিলজির,জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Sep 13, 2021 4:55 PM
112
'থ্রিসাম'-এও কি লিপ্ত রণবীর সিং, একাধিক যৌন সম্পর্কের পর প্রশ্নের সটান জবাব দিলেন 'খিলজি'

বলিউডে প্রথম সারির অভিনেতা হিসেবে রীতিমতো গোটা বি-টাউনে দাপিয়ে বেড়াচ্ছেন রণবীর সিং। 'ভার্জিনিটি লস থেকে সঙ্গম' যেন জলভাত রণবীরের কাছে। একাধিক নারীসঙ্গ উপভোগ করা রণবীরের প্রেমিকার সংখ্যাও ছিল অনেক। 

212

বলিউডের গল্লি বয় রণবীর সিং তার স্পষ্ট স্বভাব এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্য সকলের কাছেই পরিচিত। তিনি কখনওই তার জীবনের রহস্য প্রকাশ করতে পিছপা হননি, বরং খোলামেলা আলোচনায় বেশি পছন্দ করেন রণবীর সিং। 

312


একবার  কফি উইথ করণ-এ হাজির হয়েছিলেন রণবীর সিং। এবং সেইদিনর এপিসোডে হোস্ট করণ জোহর অর্জুন কাপুরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে পুরো গেমটি আরও বেশি মশালাদার হতে পারে।

412


একবার  কফি উইথ করণ-এ হাজির হয়েছিলেন রণবীর সিং। এবং সেইদিনর এপিসোডে হোস্ট করণ জোহর অর্জুন কাপুরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে পুরো গেমটি আরও বেশি মশালাদার হতে পারে।

512

করণ প্রশ্ন করে, অর্জুন এবং রণবীর সিং উভয়ের মধ্যে কেউ কি কখনও থ্রিসাম-এ লিপ্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরে রণবীর সিং  সম্মতি জানান এবং অর্জুন কাপুরকে গিয়ে সটান চুমুও খান।

612

যদিও এতে আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। কারণ রণবীরের এইরকম গোপন সিক্রেট এর আগেও  প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা নিজেই।

712

অভিনেতা রণবীর সিং  এর আগেও প্রকাশ করেছিলেন যে তিনি যৌনতা সম্পর্কে কৌতূহলী হওয়ার কারণে ছোটবেলাতেই তার ভার্জিনিটি লস করেছিলেন।

812

এর আগেও সকলের সামনে যতীন নামের একজন কো-স্টারেক সটান টেনে চুমু খান রণবীর। ঘটনাটিতে যতীনও বাধা দেয়নি অভিনেতাকে। পুরো ঘটনাটি ভিডিও করে নেটদুনিয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল। এমনকী চুম্বনরত অবস্থায় 'বহত ধামাকদার' বলে তকমা পেয়েছিল রণবীর। 
 

912

এর আগেও সকলের সামনে যতীন নামের একজন কো-স্টারেক সটান টেনে চুমু খান রণবীর। ঘটনাটিতে যতীনও বাধা দেয়নি অভিনেতাকে। পুরো ঘটনাটি ভিডিও করে নেটদুনিয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল। এমনকী চুম্বনরত অবস্থায় 'বহত ধামাকদার' বলে তকমা পেয়েছিল রণবীর। 
 

1012

সম্প্রতি নীল ব্লেজারের একটি ছবি শেয়ার করেছেন রণবীর, যা দেখে রীতিমতো কনফিউজড হয়ে পড়েছিলেন দীপিকা। তবে সকলের মধ্যে বড় কমপ্লিমেন্ট দিয়েছেন বেস্ট ফ্রেন্ড অর্জুন কাপুর। ব্লেজারের ফাঁক দিয়ে ক্লিভেজ উঁকি মারতেই জুটেছিল 'ক্লিভেজ কিং'-এর তকমা। সঙ্গে জুড়ে দিয়েছিলেন একগুচ্ছ ফায়ার ইমোজি। রণবীরের এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
 

1112

বেশ কিছুদিন ধরেই করণ জোহর পরিচালিত 'রকি অওর রনি কি প্রেম কাহিনি' নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে অভিনেতাকে। 
 

1212

 '৮৩' ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এবং কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও 'সার্কাস',  'সূর্যবংশী'-র মতো ছবিও রয়েছে রণবীরের ঝুলিতে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos