দেখতে দেখতে চার দশক পেরিয়ে গিয়েছে তাার দাম্পত্যজীবন। হেমা মালিনী (Hema Malini) , আট থেকে অষ্টাদশী সমস্ত পুরুষদের ড্রিমগার্ল তিনি। তার অভিনয় দক্ষতা থেকে নাচ, যা নিয়ে নতুন করে বলার কোনও অপেক্ষা রাখে না। সবেতেই তিনি ছাপ রেখেছেন দর্শকমনে। এসবের পাশাপাশি মন দিয়ে সংসারও করছেন হেমা মালিনী।