খুন ও রহস্যে মোড়া এমন কিছু হিন্দি ছবি, যার তালিকা রইল আপনাদের সামনে

থ্রিলার বা খুনের রহস্যের মধ্যে বরাবরই দর্শকদের গভীর আগ্রহ রয়েছে। ছবির পরতে পরতে রহস্যে মোড়া গল্পই দর্শকদের বেশি আকর্ষণ করে। যেখান থেকে দর্শক চট করে বেরিয়ে আসতে পারে না। রহস্যই যেন দর্শককে ছবির মধ্যে আটকে রাখে। রোম্যান্টিক ছবির বাইরেও রহস্যের সিনেমা যেন অনেক বেশি আকর্ষণ করে।  যেমন, ক্রাইম থ্রিলার, সাইকোলজিকাল থ্রিলার, খুনের রহস্য দেখতে বসলে এর পর কী হবে এই বিষয়টা থেকে বেরোতে পারে না দর্শক। এই ধরণের চলচ্চিত্রগুলিই সিনেমাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। একনজরে দেখে নেওয়া যাক সেরা রহস্য হত্যার কয়েকটি ছবি।

Riya Das | Published : Nov 26, 2019 10:34 AM IST / Updated: Nov 26 2019, 04:05 PM IST

16
খুন ও রহস্যে মোড়া এমন কিছু হিন্দি ছবি, যার তালিকা রইল আপনাদের সামনে
সুজয় ঘোষ পরিচালিত 'বদলা' ছবিটি রহস্যে মোড়া ছিল। ছবির বিষয়বস্তুও ছিল নজরকাড়া। একজন তরুণ তার মৃত প্রেমিকাকে হোটেলের ঘরে আটকে রেখে তাকে রক্ষার জন্য নামী উকিল ঠিক করে। এই নিয়েই চলতে থাকে ছবির বিষয়বস্তু।
26
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রিমা কাগতি পরিচালিত ছবি 'তালাশ' দর্শকমনে গভীর প্রভাব ফেলেছিল। ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। যিনি একটা হতাশার অতীত খুঁজে বেরিয়েছেন। এবং হাই প্রোফাইল হত্যাকান্ডের তদন্তভার এসে পড়ে তার উপর। এবং সেই তদন্তের কারণেই পতিতালয়ে একজন মেয়ের সাহায্যই তাকে নিতে হয়েছে।
36
নব্বইয়ের দশকের শেষ দিকে রাজীব রাই পরিচালিত ছবি 'গুপ্ত' ছবিটিও দর্শকমনে সাড়া জাগিয়েছিল। কাজল, ববি দেওল, মনীষা কৈরালা অভিনীত এই ছবিতে রাজ্যপাল জয়সিংহ সিনহাকে হত্যা করা হয়। আর সন্দেহের নিশানা যায় ত্যাজপুত্র সন্তান সাহিল সিনহার দিকে।
46
অভয় চোপড়া পরিচালিত ছবি 'ইত্তেফাক'ও রহস্যে মোড়া একটি থ্রিলার। দেব নামে একজন পুলিশ অফিসার দুটি মামলার তদন্ত করেন। এই নিয়েই চলতে থাকে ছবির গল্প।
56
মেঘনা গুলজার পরিচালিত 'তালভার' ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কঠোর তদন্তকারী নৃশংস দুটি হত্যার সঙ্গে জড়িত বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। খুন করা কিশোরীর মা, বাবার দিকে সন্দেহের তীর যায় আর তার পর থেকেই মামলা জটিল হয়ে যায়।
66
নভদ্বীপ সিং পরিচালিত ছবি 'মনোরমা সিক্স ফিট আন্ডার' ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। অভয় দেওল, রাইমা সেন, গুল পানাগ ছবিতে অভিনয় করেছিলেন। বিবাহ-বর্হিভূত সম্পর্কের কারণে তার স্বামীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে সত্যবীর সেচ মন্ত্রীর স্ত্রী মনোরমার কাছ থেকে অর্থ নেয়। এই ধরণের প্রতিট ছবিতেই রয়েছে জমজমাট রহস্য। আর সেই রহস্য় উন্মোচনে আসতে থাকে একের পর এক সমস্যা।
Share this Photo Gallery
click me!
Recommended Photos