নব্বইয়ের দশকের হিট জুটি অজয় দেবগণ এবং করিশ্মা কাপুর। 'জিগার', 'সংগ্রাম' -এর মতোন হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তবে শুধু প্রেম নয়, তাদের ব্রেকআপ নিয়েও চর্চার শেষ নেই বলিউডে। কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মার জন্যই জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন অজয়, যার জন্য ভুগতেও হয়েছিল সিংহমকে।