দিশা পাটানির সঙ্গে টাইগারের সম্পর্ক নিয়ে একাধিক জল ঘোলা হয়েছিল বেশ কয়েকবছর ধরেই। তবুও সেই সম্পর্কে ইতি টেনেছে টাইগার। প্রথম থেকেই সকলের সামনে এই জুটি রোম্যান্টিক মুডে ধরা দিলেও ভেতরে ছিল বিস্তর মান-অভিমান পালা। বিচ্ছেদের পর আবারও একই সঙ্গে ধরা দিচ্ছেন তাঁরা।
বলিউডে পা রাখার পরই দিশা পাটানি নজর কেড়েছিলেন ভক্তদের।
29
বাঘি ২ ছবিতেই প্রথম টাইগারের সঙ্গে অভিনয় করেন তিনি। সেখান থেকেই শুরু সম্পর্ক।
39
সম্পর্কের জল এতদূর গড়ায় যে তাঁরা বিয়েরও সিদ্ধান্ত নিয়েছিলেন।
49
তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছু দিনের মধ্যেই একে অপরকে ছেড়ে কেরিয়ারে ফোকাস করেন।
59
বিচ্ছেদের পর আবারও একই ফ্রেমে ধরা দেবেন দিশা-টাইগার। প্রকাশ্যে এল বাঘি ৩-র গান।
69
বাঘি ৩ ছবিতেই তাঁকে এক আইটেম ডান্সে দেখা যাবে। গান মুক্তির পরই তা নেট দুনিয়ায় ঝড় তুলল।
79
এর আগে ভারত ছবিতে দিশাকে আইটেম জান্স নাচতে দেখা গিয়েছিল। এবার হট লুকে নজর কাড়লেন তিনি বাঘি ছবির সিক্যুয়েলে।
89
সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ডু ইউ লাভ মি ছবির গান। সেই গানেই তিনি এবার ফ্লোর কাঁপালেন।
99
যদিও টাইগারের সঙ্গে এখন কোনও সম্পর্কই নেই দিশার। বরং টাইগার এখন মজেছেন শ্রদ্ধায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।