পেপার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যান্ডসাম হাঙ্ক জানিয়েছেন, ক্যামেরায় সামনে শারীরিক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কোনও ব্যাপার নয়। আমি কিছু কাজের মাধ্যমে আমার আত্মাকে নগ্ন করে দর্শকদের সামনে হাজির করিয়েছি। ওটাকেই বলে আসল নগ্ন হওয়া। রণবীর আরও বলেন, আমি একবার নয় কাজের প্রয়োজনে আমি আরও একাধিকবার নগ্ন হতে রাজি। এতে কে কি বলল তাতে আমার কিছু যায়ও না আসে ও না।