ছবির প্রস্তাব এভাবেও কি আসে, অবজ্ঞা করে হাতে পাওয়া অফারে ভাগ্য বদলে ছিল রবিনার

Published : Sep 13, 2021, 06:51 PM ISTUpdated : Sep 13, 2021, 06:53 PM IST

রবিনা টান্ডন. একের পর এক হিট ছবি করে সকলের নজরে সেরার সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছে তিনি বহুবার। তবে বলিউডে পা রেখেই সলমনের কাছে পৌঁছে যাওয়ার সৌভাগ্য ঠিক কীভাবে হয়েছিল রবিনার! 

PREV
19
ছবির প্রস্তাব এভাবেও কি আসে, অবজ্ঞা করে হাতে পাওয়া অফারে ভাগ্য বদলে ছিল রবিনার

বলিউডের ভাইজান বলে কথা। বহু স্টারের কপাল খুলে গিয়েছিল যেমন সলমন খানের ইচ্ছায়, ঠিক তেমনই অনেককে বসে যেতে হয়েছে তারই জন্য।

29

কোন তালিকাতে পড়েন রবিনা টন্ডন, না, সলমন খানের সঙ্গে তাঁর ছিল না কোনও শত্রুতা। উল্টে সলমন খানই রবিনাকে বলিউডে জায়গা করে দেয়।

39

এ যেন হাতে চাঁদ পাওয়া। তখথন রবিনা মডেলিং-এ ব্যস্ত। একের পর এক কাজ করছেন তিনি বলিউডে। তবে হাতে ছিল না কোনও ছবির প্রস্তাব।

49

হঠাৎই আসে একদিন বান্টি বলে এক বন্ধুর ফোন। তখন কাজে ব্যস্ত রবিনা। সেই ফোন পাওয়া মাত্রই রবিনা গিয়ে দেখা করেন বান্টির সঙ্গে।

59

কথা ছিল তেমনটাই। তারাতারি যোগাযোগ করতে হবে। সলমন তখন সেখানেই উপস্থিত ছিলেন। রবিনাকে ডেকে তিনি জানান, তাঁর নতুন ছবির জন্য তিনি নতুন মুখ খুলছেন।

69

রবিনাকেই তখন সেই ছবির প্রস্তাব দিয়ে বসেন সলমন খান। রবিনা অবাক। তিনি আশাই করেননি না চাইতেই মিলবে এই সুযোগ।

79

ঝড়ের বেগে খবর ছড়িয়ে পড়ে বিটাউনে। নিজেকে ছবির জগতের জন্য তৈরি করে তোলেন রবিনা।এরপরের সফরটা ইতিহাস।

89

একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী বলিউডকে। রবিনা এই খবর নিজেই সকলের কাছে শেয়ার করেছিলেন। 

99

বলিউডে সহজে সকলে সুযোগ পান না। কিন্তু রবিনার ভাগ্যের শিকে ছিঁড়েছিল সহজেই। আর তার পর তাঁর সফরে আর ফিরে তাকাতে হয়নি। 

click me!

Recommended Stories