নানা কারণের জন্যই আজ একাধিকবার প্লাস্টির সার্জারি এবং মেলানিন ট্রিটমেন্ট, স্কিন লাইটেনিংয়ের সহায় হয়েছিলেন শিল্পা। এখন বর্ণবিদ্বেষ নিয়ে বলিউডে সকলে সোচ্চার হলেও, ফেয়ারনেস ক্রিমে এনডর্স করেছেন অনেক সেলেবরাই। তবে বলিউডে বর্ণবিদ্বেষের কারণেই শিল্পার মতই এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন নায়িকারা।