কালো, সৌন্দর্যের লেশমাত্র নেই। বারে বারে এই মন্তব্যগুলিই মেয়েটার থেকে ছিনিয়ে নিয়েছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। রিজেকশন সহ্য করতে করতে এক সময় সে সিদ্ধান্ত নিল প্লাস্টিক সার্জারির সহায় হবে। সেই মেয়ে আর কেউ নন, শিল্পা শেট্টি। আজ তাঁর জন্মদিনে বিভিন্ন প্রসঙ্গের মধ্যে উঠে আসে এই প্লাস্টিক সার্জারির প্রসঙ্গও। বিনোদন জগতে অভিনেত্রী হওয়ার আশা নিয়ে আসার পর তাঁকে নিজের রূপ নিয়ে নানা ভাল মন্দ শুনতে হয়েছে। যার কারণেই তিনি নিজের শরীরে এই ছুড়ি কাঁচি চালাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। বলিউডে আজ বর্ণবিদ্বেষ নিয়ে নানা প্রতিবাদ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে সোচ্চার হয়েছেন অসংখ্য বলি তারকা। তবে ভারতীয়দের মধ্যে ফর্সা গায়ের রং নিয়ে, বিশেষ করে মেয়েদের ফর্সা গায়ের রং নিয়ে অবসেশন মারাত্মক।