দীর্ঘ বিরতির পর পর্দায় কিং খান, দীপ-শাহ জুটি, দীপিকা পাচ্ছে ১৫ কোটি, কত কোটি শাহরুখের পকেটে

শাহরুখ  খান ও দীপিকা পাড়ুকোন জুটি মানেই এক কথায় বলতে গেলে ওম শান্তি ওম ম্যাজিক। সেই জুটি আবারও ফিরতে চলেছে পর্দায়। দীর্ঘ দিন পর পর্দায় ফিরছেন শাহরুখ। যদিও এখনও সেই ছবির ঘোষণা করেননি শাহরুখ। 

Jayita Chandra | Published : Nov 21, 2020 1:01 PM
18
দীর্ঘ বিরতির পর পর্দায় কিং খান, দীপ-শাহ জুটি, দীপিকা পাচ্ছে ১৫ কোটি, কত কোটি শাহরুখের পকেটে

এই জুটি এক কথায় বলতে গেলে সুপার ডুপার হিট।  ওম শান্তি ওম ছবি থেকে এই জুটির পথ চলা শুরু। 

28

এরপর চেন্নাই এক্সপ্রেস ছবিতেও নজর কেড়েছিলেন এই জুটি। এরপক আর এদের এক সঙ্গে দেখা যায়নি। 

38

দীর্ঘদিন ধরে পর্দায় নেই কিং খান। এবার বলিউডে  গুঞ্জণ তুঙ্গে। বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। 

48

বীপরিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। এই ছবির নাম পাঠান। যদিও এখনও পর্যন্ত এই ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ খান। 

58

এই ছবি করার জন্য জন আব্রাহম নিচ্ছেন ২০ কোটি টাকা। ছবিতে তাঁকে খলনায়কের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে। 

68


দীপিকা পাড়ুকোন নিচ্ছেন ১৫ কোটি টাকা। তবে শাহরুখ খান কত নেবেন তা এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়। 

78

শাহরুখ খানের কথায়, তিনি আয়ের ৪৫ শতাংশ নেবেন। ছবির ব্যবস্যার লাভের অংশই এবার দাবী করলেন কিং খান। 

 

88

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির কাজ শুরু হবে শীঘ্রই। চলছে সেই স্পস্তুতি। পরের বছর একের পর এক ছবি ঘোষণা করবেন শাহরুখ খান। তেমনই ইঙ্গিত মিলছে বিটাউন থেকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos