হঠাৎ একটা ফোন ভাগ্য বদলেছিল রবিনার, সলমনকে দেখে চমকে উঠেছিলেন অভিনেত্রী, কী হয়েছিল সেদিন
রবিনা টান্ডন. একের পর এক হিট ছবি করে সকলের নজরে সেরার সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছে তিনি বহুবার। তবে বলিউডে পা রেখেই সলমনের কাছে পৌঁছে যাওয়ার সৌভাগ্য ঠিক কীভাবে হয়েছিল রবিনার!
Jayita Chandra | Published : Mar 19, 2021 10:36 AM / Updated: Mar 19 2021, 10:37 AM IST
বলিউডের ভাইজান বলে কথা। বহু স্টারের কপাল খুলে গিয়েছিল যেমন সলমন খানের ইচ্ছায়, ঠিক তেমনই অনেককে বসে যেতে হয়েছে তারই জন্য।
কোন তালিকাতে পড়েন রবিনা টন্ডন, না, সলমন খানের সঙ্গে তাঁর ছিল না কোনও শত্রুতা। উল্টে সলমন খানই রবিনাকে বলিউডে জায়গা করে দেয়।
এ যেন হাতে চাঁদ পাওয়া। তখথন রবিনা মডেলিং-এ ব্যস্ত। একের পর এক কাজ করছেন তিনি বলিউডে।
তবে হাতে ছিল না কোনও ছবির প্রস্তাব। হঠাৎই আসে একদিন বান্টি বলে এক বন্ধুর ফোন। তখন কাজে ব্যস্ত রবিনা।
সেই ফোন পাওয়া মাত্রই রবিনা গিয়ে দেখা করেন বান্টির সঙ্গে। কথা ছিল তেমনটাই। তারাতারি যোগাযোগ করতে হবে।
সলমন তখন সেখানেই উপস্থিত ছিলেন। রবিনাকে ডেকে তিনি জানান, তাঁর নতুন ছবির জন্য তিনি নতুন মুখ খুলছেন।
রবিনাকেই তখন সেই ছবির প্রস্তাব দিয়ে বসেন সলমন খান। রবিনা অবাক। তিনি আশাই করেননি না চাইতেই মিলবে এই সুযোগ।
ঝড়ের বেগে খবর ছড়িয়ে পড়ে বিটাউনে। নিজেকে ছবির জগতের জন্য তৈরি করে তোলেন রবিনা।
এরপরের সফরটা ইতিহাস। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়এছেন এই অভিনেত্রী বলিউডকে।