সেই সময় তিনি ফৌজি নামে আরও একটি সিরিয়ালে সুযোগ পান। তবে এই সিরিয়ালে তিনি খুবই ছোট একটি চরিত্র পান। তবে শাহরুখকের পরিশ্রম এবং সেটে ১ ঘণ্টা আগে চলে আসা পরিচালকে প্রভাবিত করে ছিল। যার ফলে পরবর্তীতে শাহরুখকের চরিত্রটি বাড়ানো হয়। ফৌজি শাহরুখকের প্রথম সিরিয়াল হলেও, তিনি দিল দরিয়ার শুটিং প্রথমে শুরু করেন।