হৃত্বিক রোশন মানেই বলিউডে ঝড়। তাঁর উপস্থিতিতেই মন দিয়ে বসে আট থেকে আশি। কখনও তিনি কৃষ কখনও আবার ধুমের সাহসী ভিলেন। কিন্তু সেই সুপারস্টারই এক সময় নিজেকে ঘরে বন্দি করে দিয়েছিলেন, কেন জানেন
কাহনা পেয়ার হ্যায় ছবির মধ্যে দিয়ে শুরু হয়েছিল হৃত্বিকের বলিউড সফর। প্রথম ছবিতেই রাতারাতি সেলিব্রিটি।
29
রাকেশ রোশান এই ছবির মধ্যে দিয়েই লঞ্চ করেছিলেন বলিউডের পরবর্তী সুপারস্টার হৃত্বিককে।
39
ছবি মুক্তি পাবার পরই মুহূর্তে তা প্রশংসিত হয়। রাতারাতি সকলের নজরে আসে রোহিত রাজ ওরফে হৃত্বিক রোশন।
49
অথচ এই ছবি মুক্তির পর হৃত্বিক নিজেকে 5 দিন টানা ঘরে বন্দি করে ফেলেছিলেন। হাউ হাউ করে কেঁদে ছিলেন সারাক্ষণ।
59
এক সাক্ষাৎকারে হৃত্বিকের এই গোপন রহস্য ফাঁস করেছিলেন তার বাবা রাকেশ রোশন। কেন এমন পরিস্থিতি হয়েছিল অভিনেতার।
69
রাকেশের কথায় রাতারাতি এতটা সাফল্য সহ্য করতে পারেনি হৃত্বিক। তার মনে হয় তিনি বলিউডে প্রবেশ করে কোন ভুল করছেন না তো।
79
প্রত্যেকটা মানুষের দিকে সঙ্গে কথা বলতে চাই দেখা করতে চাই সাফল্যের চূড়ান্ত যাকে বলে এটা কি বজায় রাখতে পারবেন তিনি এই নিয়েই বাড়তে থাকে চিন্তা।
89
কিন্তু রাকেশ রোশন তাকে বোঝায় এর মধ্যেই তৈরি করতে হবে নিজে কেরিয়ার। ধরে রাখতে হবে ভক্তদের এই ভালোবাসা।
99
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।