'সিংহম ২' ছবিতেও অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন করিনা। করিনা অভিযোগ করেছিলেন, অজয় খুব বেশি সিগারেট খাচ্ছে, যার ফলে তার খুব অসুবিধা হচ্ছে। একটি সাক্ষাৎকারে করিনা আরও বলেছিলেন, শট চলাকালীনও সিগারেটের ধোঁয়াতে অনেক সমস্যা হয়েছে। এমনকী এক ঘরে থাকা দায় হচ্ছিল। সকলে যখন খাবার খাচ্ছে তখনই সিগারেট খেতে শুরু করেছেন অজয়। এতেও অনেক সমস্যা হয়েছে।