বাঘি ২-এর আয়ে স্বপ্নের বাড়ি টাইগারের, রইল অন্তরমহলের ছবি

Published : Mar 02, 2020, 07:03 PM IST

বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক ছবি করেছেন টাইগার শ্রফ। তবে প্রথম থেকেই লক্ষ্য ছিল একটা, নিজের বাড়ি তৈরি করতে চেয়েছিলেন টাইগার। মুম্বইতে বিলাশ বহুল বাড়ি বানাতে সময়ও লেগেছিল বেশ কয়েকবছর। অবশেষে স্বপ্নপূরণ হয় ২০১৯-এ। 

PREV
18
বাঘি ২-এর আয়ে স্বপ্নের বাড়ি টাইগারের, রইল অন্তরমহলের ছবি
বাঘি ২ ছবি থেকে যা আয় হয়েছিল তা দিয়ে নিজের স্বপ্নের বাড়ি কিনেছিলেন টাইগার শ্রফ।
28
আট বেডরুম সহ এই বাড়িতে রয়েছে বিশাল জায়গা। টাইগারের ড্রইং রুমের ছবি।
38
টাইগারের বেডরুম এভাবেই সাজানো। এই বাড়ি বানিয়ে বাড়ির সকলকে চমকে দিয়েছিলেন তিনি।
48
জন অ্যাব্রাহমের ভাই নিজে ডিজাইন করেছেন টাইগারের নতুন বাড়ির ইন্টেরিয়ার।
58
অ্যালন আব্রাহম এই বাড়িটিকে মনের মত করে সাজিয়েছেন বলেও জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
68
টাইগার শ্রফের বাড়ির রান্না ঘর। এই বাড়িটি তৈরি করতে খরচ পড়েছিল ৫৬ কোটি টাকা।
78
জ্যাকি পুত্র এখন বলিউডের প্রথম সারির তারকাদের কড়া টক্কর দিয়ে চলেছেন।
88
জ্যাকি পুত্র এখন বলিউডের প্রথম সারির তারকাদের কড়া টক্কর দিয়ে চলেছেন।
click me!

Recommended Stories