দীর্ঘদিনের সম্পর্কে ইতি, কেমন আছেন আমির কন্যা

বলিউডের  মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যক্টিভ। বেশ কিছু কারণেই তার জনপ্রিয়তা তুঙ্গেয  নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেই খুব তাড়াতাড়ি লাইমলাইটে চলে আসেন স্টারকিডরা। আর সেই তালিকায় রয়েছেন ইরা । কিছুদিন আগে বন্ধুর সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন নেটদুনিয়ায়।  এবার আর ঘনিষ্ঠ পোজে নয় তার বিচ্ছেদের খবরে লাইমলাইটে এসেছেন ইরা। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সম্পর্কে রাশ টেনেছেন আমির কন্যা ইরা। কিন্তু কেন নিলেন এই সিদ্বান্ত, জেনে নিন বিশদে।

Riya Das | Published : Apr 20, 2020 9:00 AM IST
110
দীর্ঘদিনের সম্পর্কে ইতি, কেমন আছেন আমির কন্যা

বেশ কয়েকদিন আগে প্রেমিক মিশালের  সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে রীতিমতো নেটদুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন আমির কন্যা ইরা খান। 

210


দীর্ঘদিনের এই সম্পর্কেই এবার ধরল ফাটল, কিন্তু কেন।

310

মিশাল কৃপলনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক  রয়েছে ইরার। সোশ্যাল মিডিয়ায় সে কথা স্বীকারও করে নিয়েছিলেন আমির কন্যা।

410


সম্প্রতি কয়েকদিন আগেই একটি ছবি শেয়ার করেছিলেন ইরা খান। ছবিটি শেয়ার করে ইরা জানিয়েছিলেন 'সব কিছু ঠিক হয়ে যাবে'।

510

কিন্তু কয়েকদিন ধরেই তাদের ছবিতেই ধরা পড়ছিল তাদের সম্পর্ক আর আগের মতোন নেই।

610

মিউজিশিয়ান বন্ধুর সঙ্গে এর আগেও বহু ঘনিষ্ঠ ছবি শেয়ার করে শিরোনামে এসেছিলেন ইরা। কিন্তু কিছুদিন ধরেই  সবকিছুই  যেন উল্টো দেখাচ্ছিল।

710

দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হওয়ার পরামর্শ নিয়েছেন দুজনে।

810


সূত্র থেকে জানা গেছে, বর্তমানে একে অপরের সঙ্গে দেখা করাও বন্ধ করে দিয়েছেন এই যুগল।

910

ভালবাসা না কেরিয়ার। এই দুটোর মধ্যে নিজের কেরিয়ারে বেশি মন দিয়েছেন ইরা।

1010

যদি সোশ্যাল মিডিয়ায় এখনও তাদের ছবি ও একাধিক পোস্ট রয়েছে।  কিন্তু সেগুলি সবই পুরোনো। নতুন করে আরও কোনও ছবিতে এই লাভ বার্ডসকে দেখা যায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos