Published : Apr 20, 2020, 12:40 PM ISTUpdated : Apr 20, 2020, 12:49 PM IST
দেখতে দেখতে তেরোটা বছর কেটে গেল ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিয়ের। ফিল্ম সেট থেকে প্রেম শুরু হতেই বিয়ের সিদ্আধন্ত নেন তাঁরা। চট মঙ্গনি পট বিহা যাক বলে তাঁদের ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। ২০০৭ সালের জানুয়ারি মাসে চুপিসারে বাগদান সেরেছিলেন ঐশ্বর্য-অভিষেক। কয়েক মাস কাটতে না কাটতেই এপ্রিলের ২০ তারিখেই পাপারাৎজী থেকে শতসহস্র হাত দূরে থকে বিয়ে করলেন তাঁরা। তবে তাঁদের বিয়ে কি আদৌ সুখকর, নাকি সবটাই শো অফ। এমনটাই মনে করেন বহু সিনেপ্রেমীরা।