রণবীরের কোথাও কি তবে খামতি থেকে গেল, বিয়ের একবছর পর এ কী বললেন দীপিকা

Published : Jun 02, 2020, 09:55 AM ISTUpdated : Jun 02, 2020, 10:09 AM IST

দীপিকা পাড়ুকোন ও রণূবীর সিং-এর মধ্যে থাকা এক অদ্ভুদ কেমিস্ট্রি প্রথম থেকেই নজর কেড়েছিল ভক্তদের। পর্দায় সামনে হোক কিংবা পেছনে, তাঁদের সম্পর্কের সমীকরণ এক কথায় পার্ফেক্ট। তবে বিয়ের এক বছর পর এ কী বললেন দীপিকা, রণবীরকে বিয়ে করে তাঁর স্বপ্ন পূরণ হয়নি!

PREV
18
রণবীরের কোথাও কি তবে খামতি থেকে গেল, বিয়ের একবছর পর এ কী বললেন দীপিকা

দীপিকার জীবনে প্রেম পর্ব যে খুব একটা সুখের ছিল না তা তা সকলেরই জানা। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ এক কথায় ভেঙে দিয়েছল দীপিকাকে। 

28

এরপর থেকেই দীপিকার হাত ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর সিং। প্রথম থেকেই তিনি জানিয়েছিলেন যে, দীপিকাকে তাঁর ভালো লাগত, একাধিকবার বলার চেষ্টাও করেছিলেন। 

38

এরপর যখন এই জুটি পর্দার সামনে আসে তখন এক কথায় বক্স অফিস হিট ছবি দর্শকেরা পেয়েছেন একাধিকবার। তাঁদের মধ্যে থাকা সম্পর্কের গভীরতা যেন কারুর চোখ এড়ায় না।

48

তবে বিয়ের পর কেমন আছেন এই জুটি। মাঝে মধ্যেই তাঁদের মধ্যে থাকা খুনসুটির সম্পর্ক আনন্দ দেয় ভক্তদের। দেখতে দেখে কেটে গিয়েছে দেড় বছর। 

58

প্রথম বিবাহ বার্ষিকীতে সকলকে তাক লাগিয়েছিলেন এই জুটি। স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়া থেকে শুরু করে তিরুপতির মন্দির দর্শন, দিনটিকে বিশেষ করে তুলেছিলেন তাঁরা। 

68

তবে সম্প্রতি একটি চ্যাট শোতে হাজির হয় এই জুটি। সেখানেই খোলসা হয় একাধিক গোপন কথা। দীপিকা প্রথমে ভেবেছিলেন যে রণবীর দিল্লির ছেলে, পড়ে তিনি জানতে পেরেছিলেন যে, রণবীর বান্দ্রায় থাকেন। 

78

রণবীরের মতে এটা সব থেকে বেশি অবাক করেছিল দীপিকাকে, তারপর থেকেই তাঁদের মধ্যে কেমিস্ট্রি যেন আরও গভীর হয়ে ওঠে। 

88

তবে দীপিকা এর পরই বলেন, তিনি অনেক বেশি খুশি হতেন, যদি তিনি একজন দক্ষিণ ভারতের ছেলেকে বিয়ে করতেন। রণবীর দুবার না ভেবে উত্তরে জানান, তিনি এরপরই ধুতি পরে তিরুপতি যাবেন। 

click me!

Recommended Stories