ফারহানের 'সহবাস সঙ্গী' কি অন্তঃসত্ত্বা, শিবানীর বিয়ের ছবি দেখেই শোরগোল বি-টাউনে

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাভেদ আখতার পুত্র তথা বলিউডের স্বনামধন্য অভিনেতা ফারহান আখতার  (Farhan Akhtar) । দীর্ঘদিনের প্রেমিকা শিবানীর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন ফারহান (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের বিয়ের অনুষ্ঠানের সমস্ত আপডেটের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।   দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিবাহের অনুষ্ঠান।  ফারহানের খান্ডালার ফার্মহাউজেই বসেছিল বহুল চর্চিত বিয়ের আসর। একে অপরের সঙ্গে শপথ গ্রহণ করেছেন শিবানী ও ফারহান। দীর্ঘদিনের সহবাস সঙ্গীকে বিয়ে করার পরও চর্চা এড়াতে পারলেন না দুই তারকা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। শিবানী (Shibani Dandekar) বিয়েতে যে গাউন পরেছিলেন তাতে পেটের অংশটা বেশ অনেকটাই মোটা লাগছে।  ছবি পোস্ট হতেই নেটিজেনরা প্রশ্ন করতে থাকেন শিবানী  কি অন্তঃসত্ত্বা। সেই কারণেই কি বিয়ের তারিখ তড়িঘড়ি এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে এসেছেন তারকা জুটি, যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, তবুও জল্পনা বাড়ছে বলিপাড়ার অন্দরে।
 

Riya Das | Published : Feb 20, 2022 11:19 AM / Updated: Feb 20 2022, 11:21 AM IST
19
ফারহানের 'সহবাস সঙ্গী' কি অন্তঃসত্ত্বা, শিবানীর বিয়ের ছবি দেখেই শোরগোল বি-টাউনে

ফারহানের খান্ডালার ফার্মহাউজেই বসেছিল বহুল চর্চিত বিয়ের আসর। একে অপরের সঙ্গে শপথ গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শিবানী দান্ডেকর ও ফারহান আখতার। বহুল চর্চিত বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই বলিউডে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)।  দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিবাহের অনুষ্ঠান।  

29


 দীর্ঘদিনের প্রেমিকা শিবানীর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন ফারহান (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের বিয়ের অনুষ্ঠানের সমস্ত আপডেটের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  

39

দীর্ঘদিনের সহবাস সঙ্গীকে বিয়ে করার পরও চর্চা এড়াতে পারলেন না দুই তারকা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে বিয়ে করতে না করতেই কী এমন করলেন তারকা জুটি, যে তাদেরকে নিয়ে জল্পনা শুরু হয়েছে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। 
 

49

ফারহান-শিবানীর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। তবে শিবানী দান্ডেকর (Shibani Dandekar) বিয়েতে যে গাউন পরেছিলেন তাতে পেটের অংশটা বেশ অনেকটাই মোটা লাগছে।  ছবি পোস্ট হতেই নেটিজেনরা প্রশ্ন করতে থাকেন শিবানী  কি অন্তঃসত্ত্বা। সেই কারণেই কি বিয়ের তারিখ তড়িঘড়ি এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে এসেছেন তারকা জুটি, যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, তবুও জল্পনা বাড়ছে বলিপাড়ার অন্দরে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)।

59

শিবানীর এই ছবি দেখেই মাতৃত্বের আভাস পেয়েছেন নেটিজেনরা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই এই কানাঘুসো শোনা যাচ্ছে। প্রথমে এপ্রিল মাসে বিয়ের কথা শোনা গিয়েছিল ফারহান-শিবানীর। কিন্তু হঠাৎ করে কেন বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এলেন ফেব্রুয়ারি তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ফারহান (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। 

69

তবে কি শিবানী অন্তঃসত্ত্বা বলেই বিয়ের দিন এগিয়ে এনেছিলেন ফারহান। খুব শীঘ্রই কি তৃতীয় সন্তানের বাবা হতে  চলেছেন ফারহান আখতার। নেটিজেনরা খুশির খবর জানার জন্য অপেক্ষা করে আছেন। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন ফারহান ও শিবানী দান্ডেকর  (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) ।

79

এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন জাভেদ পুত্র ফারহান আখতার (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। দুই সন্তানের বাবাও তিনি। প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়ে বর্তমানে শিবানী দান্ডেকরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান আখতার। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার।

89

এখানেই শেষ নয়,  বিবাহ বিচ্ছেদের  কারণে মোটা অঙ্কের খোরপোষও দিয়েছেন ফারহান আখতার  । এবং দুই মেয়ের দেখাশোনার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছেন ফারহান। বর্তমানে দুজনে মিলেই সন্তানদের দেখাশোনা করেন ফারহান ও অধুনা। বিচ্ছেদের পরই আমেরিকান-ভারতীয় মডেল সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)।

99


 ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। দীর্ঘ কয়েক বছর ধরেই তার লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। দীর্ঘদিন সহবাসের পর এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে  নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন বলিউডের এই হট হ্যাপেনিং কাপল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos