বিক্রান্ত মেসি তাঁর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নবদম্পত্তি বিয়ের প্রথম ছবি পোস্ট করার পরই ইন্ডাস্ট্রির বন্ধুদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছ কমেন্ট বক্স। তাপসী পান্নু থেকে শুরু করে ববি দেওল, এষা গুপ্তা, মৌনি রয়, কৃতি খারবান্দা, সোনাক্ষী সিনহা সহ নকুল মেহেতা, আদিত্য নারায়ণের মত বলিপাড়ার বহু তারকারা বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিক্রান্ত ও শীতলকে।