বন্ধুর প্রেমিকা শয্যাসঙ্গীনী, সঙ্গমের নেশায় এ কী সত্যিই এমন কাণ্ড ঘনিয়ে ছিলেন রণবীর, মুখ খুললেন নিজেই

রণবীর কাপুর, বলিউড ক্যাসিনভা থেকে শুরু করে প্লে বয়, সব তকমাই তার জন্য খাটে। কারণ বিটাউনে নিজের ইমেজটাকে ঠিক এমনই বানিয়ে রেখেছেন তিনি। এই সেলেবের লাইফের সঙ্গে জড়িয়ে হাজারও মজার কাহিনি, যা পরবর্তীতে সাজাতেও পরিণত হয়। বিষয়টা ঠিক কেমন!

Jayita Chandra | Published : Sep 13, 2021 5:25 PM / Updated: Sep 14 2021, 07:36 AM IST
19
বন্ধুর প্রেমিকা শয্যাসঙ্গীনী, সঙ্গমের নেশায় এ কী সত্যিই এমন কাণ্ড ঘনিয়ে ছিলেন রণবীর, মুখ খুললেন নিজেই

একের পর এক প্রেমিকা বদল, এ সম্পর্কে মন বসে না রণবীরের। এমনটাই ছিল বিটাউনের গুঞ্জণ। যদিও আলিয়ার ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম, বা ক্লান্ত বলাও চলে। 

29

কারণ রণবীর কাপুরের এই সঙ্গমলীলা শুরু হয়েছে বেশ কম বয়সে। ছোট থেকেই তিনি প্রেম ও রোম্যান্সের বিষয় বেশ পাকা। তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

39

স্কুল জীবনেই ছিল যার সূত্রপাত। স্কুলে তিনি রীতিমত এক শিক্ষিকার পায়ের দিকে তালিয়ে সময় কাটাতেন। আর তা নিয়ে প্রকাশ্যে বলতেও পিছু পা হননি তিনি। 

49

তবে এবার বিষয়টা আলাদা। প্রশ্ন উঠল সঙ্গম নিয়েই। প্রেমিকা তাঁর জীবনে অগুণতী। তবে সেই তালিকাতে কি কোনও বন্ধুর প্রেমিকার নাম রয়েছে! 

59

এমনই এক প্রশ্নের সন্মুখীন হতে হয় রণবীর কাপুরকে। একবার তিনি আর রণবীর সিং এসেছিলেন কফি উইফ করণে। সেখানে উপস্থিত ছিলেন অর্জুন কাপুরও। 

69

শর্ত ছিল এমনটাই প্রশ্ন করা হবে তাঁদের, যদি উত্তর হ্যাঁ হয়, তবে তাঁরা যেন অর্জুন কাপুরের গালে একটি চুমু খান। এই শর্তেই রাজি ছিলেন দুজনে। এরপরই আসে সেই প্রশ্ন। 

79

রণবীর কাপুর ছিলেন চুপ। রণবীর সিং চুমু খেলেন না, অর্থাৎ তিনি এমনটা কখনই ঘটাননি। তবে হঠাৎ করেই অর্জুন কাপুরকে চুমু খেয়ে বসেন রণবীর কাপুর। 

89

অর্থাৎ তা সাফ হয়ে যায় যে তিনি এমনটা করেছিলেন। এরপর বিষয়টা এখানেই ইতি। তা নিয়ে কোনও আলোচনাই নয়। আর আলোচনার প্রয়োজনও নেই। 

99

কারণ রণবীর কাপুরের থেকেই বিষয়টা আশা করাই যায়। তাই ভক্তরাও খুব একটা অবাক হননি। রণবীর বরাবরই প্রেম নিবেদন করতে বেশ ভালোবাসেন, তা নিজেই বারে বারে জানিয়েছেন সকলকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos