শুরু হয়ে গিয়েছে চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। ৭৫ তম চলচ্চিত্র উ উৎসবের দিকেই এখন সকলের চোখ। কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক। রেড কার্পেটে ব্ল্যাক বিউটি ঐশ্বর্য রাই বচ্চনকে দেখে সকলেই হতবাক। কালো রঙের সিলহওটে ড্রেসের সঙ্গে থ্রি ডি ফুলের ডিজাইনে নয়া চমক এনেছেন ঐশ্বর্য। তবে বিকট চেহারার জন্য চরম ট্রোলড হলেন নায়িকা। গাউন পরে রেড কার্পেটে হাঁটার সময় তার ভারী চেহারা নিয়ে সমালোচনা শুরু হয়েছে পাশাপাশি লিপ জব নিয়েও নানা প্রশ্ন উঠে আসছে। একঝলকে দেখে নিন রাই সুন্দরীকে।
কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এবারেও তার অন্যথা হল না। কান-এর রেড কার্পেটে জাঁদু ছড়ালেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। রেড কার্পেটে ব্ল্যাক বিউটি ঐশ্বর্য রাই বচ্চনকে দেখে সকলেই হতবাক।
210
৭৫ তম চলচ্চিত্র উ উৎসবের দিকেই এখন সকলের চোখ। কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক।
310
কালো রঙের সিলহওটে ড্রেসের সঙ্গে থ্রি ডি ফুলের ডিজাইনে নয়া চমক এনেছেন ঐশ্বর্য। তবে বিকট চেহারার জন্য চরম ট্রোলড হলেন নায়িকা। গাউন পরে রেড কার্পেটে হাঁটার সময় তার ভারী চেহারা নিয়ে সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
410
ঐশ্বর্যর ভারী চেহারা দেখেই মা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কান-এর রেড কার্পেটের ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। ছবি দেখেই অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন, ফের দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ফের অন্তঃসত্ত্বা নিয়ে জল্পনা বাড়ছে।
510
ডলস অ্যান্ড গ্যাবানার তৈরি গর্জিয়াস কালো গাউনে নিজেকে সাজিয়েছিলেন ঐশ্বর্য। হালকা মেকআপ, খোলা চুল, কাজল কালো চোখে সকলকে মুগ্ধ করলেও লিপ জব নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ঠোঁটের জন্য চরম ট্রোলড হয়েছেন রাই সুন্দরী।
প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে নতুন নতুন সাজ নিয়ে চমক দেন ঐশ্বর্য রাই বচ্চন। এবছরও স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে নিয়ে তিনি হাজির হয়েছেন। মেভারিকের স্ক্রিনিং দেখতেই বুধবার বিকেলে কালো লং গাউন পরে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে ট্রোলড পিছু ছাড়ল না রাই সুন্দরীর।
810
ডলস অ্যান্ড গ্যাবানার তৈরি গর্জিয়াস কালো গাউন পরেই এবার মারাত্মক ট্রোলড হয়েছেন ঐশ্বর্য। কেউ লিখেছেন, ঐশ্বরয তার বাচ্চার পোশাক পরেছে নাকি। কেউ আবার গর্ভবর্তী বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন ঠোঁট সার্জারি কবে করালেন। তার চেহারাকেও বিকট ও মোটা বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
910
ঐশ্বর্যকে হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে দেখা গিয়েছে। রেড কার্পেটে দুজনকেই হাসি মুখে পোজ দিতে দেখা গেছে। অভিনেত্রী ঐশ্বর্যর ভারী চেহারাই নিয়েই সকলে সমালোচনা করছেন। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। তার মধ্যে চলতি বছরে কান উৎসবের পুরস্কার পাম দ-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। যদিও এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, শর্মিলা ঠাকুর,বিদ্যা বালান, নন্দিতা দাসও কান উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।
1010
এছাড়াও জুরি তালিকায় রয়েছে অভিনেতা -পরিচালক রেবেকা হল, নুমি রেপেস, এবং ইতালিয়ান অভিনেত্রী জেসমিন ট্রিনকা। এছাড়াও পরিচালক আসগর ফারহাদি, ল্যাডজ লাই, জেফ নিকোলস, এবং জোয়াকিম ট্রিয়ার এবারের কান প্যানেলের অংশ। ৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট হয়েছেন লিন্ডন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।