এছাড়াও জুরি তালিকায় রয়েছে অভিনেতা -পরিচালক রেবেকা হল, নুমি রেপেস, এবং ইতালিয়ান অভিনেত্রী জেসমিন ট্রিনকা। এছাড়াও পরিচালক আসগর ফারহাদি, ল্যাডজ লাই, জেফ নিকোলস, এবং জোয়াকিম ট্রিয়ার এবারের কান প্যানেলের অংশ। ৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট হয়েছেন লিন্ডন।