ঠিক তেমনই করিনার সঙ্গে বন্ধুত্ব নিয়ে মালাইকা বলেন, আমাদের গার্লস গ্যাং-এৎ বন্ধুত্বের মধ্যে খাবার একটি বড় ভূমিকা পালন করে। করিনারাও দুই বোন আর আমরাও দুই বোন। এবং আমরা চার জনই একই ধরনের খাবার পছন্দ করি। তাই খাবার একটা বড় কি-ফ্যাক্টর, জানিয়েছেন মালাইকা।