বিস্ফোরক রিয়া, বলিউডের ৮০ শতাংশই মাদকে আসক্ত, প্রকাশ্যে এবার সারার নাম

একের পর এক জেরার মুখে রিয়া চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা থেকে শুরু করে শৌভিক চক্রবর্তী। মাদকচক্রের যোগ, বড় কোপে বলিউড। সুশান্ত সিং রাজপুতের তদন্তে নেমে নয়া মোড়ে এনসিবি। এবার লক্ষ্যে বলিউডের সুপারস্টারেরা। সেই তালিকাতেই এবার নাম জড়ালো সারা আলি খানের। 

Jayita Chandra | Published : Sep 13, 2020 4:36 AM IST
19
বিস্ফোরক রিয়া, বলিউডের ৮০ শতাংশই মাদকে আসক্ত, প্রকাশ্যে এবার সারার নাম

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে মাদকের যোগ রয়েছে, এমনই তথ্য সামনে আসা মাত্রই তা ভাইরাল হয়ে উঠেছিল নেটপাড়ায়। 

29

নজর রেখেছিল নার্কোটিক্স টিমও। এবার জেরার মুখ পড়ে বলিউডের সেই পর্দাই ফাঁস করে দিয়েছেন রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তী। 

39

একের পর এক জেরার মুখে খোলসা করেছিলেন ২৫ জন বলিউড সেলেবের নাম। যেই নামের ভিত্তিতে তদন্তও চালানো হবে বলে জানানো হয়েছিল এনসিবির তরফ থেকে। 

49

এবার প্রকাশ্যে এলো সেই নাম। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়ে আগেই জলঘোলা হয়েছে। 

59

একাধিক সুশান্তের পরিচিত ব্যক্তিরহা জানিয়েছিলেন তাঁদের মধ্যে সম্পর্ক বেশ গাঢ় ছিল। উঠে এসেছে তাঁদের বিদেশ ভ্রমণের খবরও। 

69

২০১৬ সালে কেদারনাথ ছবির শ্যুটিং থেকেই তাঁরা একে অন্যের কাছে আসেন। তবে একাধিক বিতর্কের উর্দ্ধে উঠে এবার সামনে আসে মাদক যোগ। 

79

রিয়া চক্রবর্তীর দাবি বলিউডে মোটের ওপর ৮০ শতাংশ স্টারই মাদকে আসক্ত। সেই তালিকাতেই রয়েছে সারা আলি খানের নাম। 

89

এই নিয়ে মুখ খুলেছেন সুশান্তের ফার্ম হাউসের কর্মীও। তাঁর মতে মাঝে মধ্যেই সারা আলি খান সেখানে আসতেন। এবং মাদক সেবন করতেন। 

99

তবে কী শীঘ্রই সমন পেতে চলেছেন সারা আলি খান! জল্পনা এখন তুঙ্গে।

Share this Photo Gallery
click me!

Latest Videos