ইন্দো- কানাডিয়ান গায়ক কুনওয়ারের সঙ্গে ছবি পোস্ট করে উরফি (Urfi Javed) ক্যাপশনে লিখেছেন, অনেক রান্না হচ্ছে। আবার এই একই ছবি ইন্সটা স্টোরিতে পোস্ট করে উরফি বলেন আমি জানি তুমি আমাকে ভালবাসো। তবে কি সত্যিই প্রেম করছে উরফি ও কুনওয়ার। যদি তা নিয়ে রহস্য বাড়ছে।