কখনও সুইমিংপুলের ধারে, কখন স্রেফ বিকিনি পরে অন্তর্বাসে ঝড় তোলেন কৃষ্ণা। উন্মুক্ত স্তনযুগলেঅ এবার ঘুম উড়িয়েছেন কৃষ্ণা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ট্রেলব্লেজিং।
510
জ্যাকি কন্যার ছবি দেখেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে লেদার প্যান্ট এবং হাতে চিক অপেরা কালো গ্লাভস পরে হট পোজ দিয়েছেন কৃষ্ণা।
610
প্যান্টের নিচ দিয়ে বেরিয়ে রয়েছে রঙিন ট্যাটু। চাবুক ফিগারে স্পষ্ট শরীরের প্রতিটি খাঁজ। ছবিতে দাদার প্রেমিকা দিশা পাটানির মন্তব্যও নজর কেড়েছে। কমেন্টে দিশা জানিয়েছেন, পাগল করার মতো শরীর।
710
দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ইবানের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন কৃষ্ণা। এবং তাদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন জ্যাকি কন্যা।
810
সম্প্রতি সমস্ত ফ্যানক্লাবগুলিকে কৃষ্ণা জানিয়েছেন, তার কোনও ছবি যেন ইবানকে ট্যাগ করা না হয়। কারণ তারা আর একসঙ্গে থাকছেন না।
910
লিভ-ইনে থাকাকালীন বয়ফ্রেন্ড ইবান হ্যামসের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল কৃষ্ণাকে। তাদের প্রতিটি ছবিই ছিল নেটদুনিয়ার হটকেক।
1010
বেশ কিছুদিন আগে তাদের গোপনে বিয়ে হওয়ার খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এমনকী তার মাও এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন।