তবে জ্যাকলিন ফার্নান্ডেজই (Jacqueline Fernandez) একাই নন,২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডি-র পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল বলি অভিনেত্রী নোরা ফতেহিকে (Nora Fatehi)। সূত্র থেকে জানা গেছে, কোটি কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত (Sukesh chandrashekhar) সুকেশ নাকি দামী গাড়ি ও আইফোন উপহার দিয়েছিলেন বলিউডের সাকি গার্ল নোরা ফতেহিকে। ইতিমধ্যেই ইডি-র জেরার মুখে পড়েছেন কুসু কুসু গার্ল।