ইন্সটা রিলে জ্যাকলিনের শরীরী খেলা, নায়িকার কিলারলুকে ফিদা নেটদুনিয়া

বেবি কন ব্ল্যাক ফেদার ড্রেসে জ্যাকলিনের সৌষ্ঠব কোমড়ের ঝলকানি নেটদুনিয়ার বাড়াচ্ছে উষ্ণতার পারদ। বিভিন্ন শরীরী কায়দায় নিজের বডি মুভমেন্ট করে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নায়িকা। শুধু শরীরী কায়দায়ই নয়, সেই সঙ্গে কিক নায়িকার চাউনিতে একেবারে বোল্ড আউট ইন্সটা ইউজাররা। 
 

Kasturi Kundu | Published : Apr 4, 2022 11:56 AM
19
ইন্সটা রিলে জ্যাকলিনের শরীরী খেলা, নায়িকার কিলারলুকে ফিদা নেটদুনিয়া

রুপোলি পর্দা হোক বা রিয়েল লাইফ, বলিউডের গ্ল্যামডিভা জ্যাকলিন ফার্নানডেজের রুপের আগুনে পুড়ে ছাড়খাড় হয় ছবির দর্শক থেকে জ্যাকি ভক্তরা। কখনও একেবারে দেশি লুকে তো কখনও আবার একেবারে হট অ্যান্ট বোল্ড লুকে ধরা দেন এই বলি সুন্দরী।  সম্প্রতি সেই রকমই এক লুকের চমক রয়েছে নেটদুনিয়ায়। 

29

আজকাল ইন্সটাগ্রাম রিলের ট্রেন্ডে গা ভাসিয়েছে সাধারণ মানুষ থেকে সেলেব। বলি বিউটি জ্যাাকলিন ফার্নানডেজের রিলও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি আরও একটি রিলে সকলের নজর কারলেন জ্যাকি সুন্দরী। অফ সোল্ডার বেবিকন ব্ল্যাক ড্রেসে উত্তাপ ছড়াচ্ছেন নেটদুনিয়ায়। 
 

39

বেবিকন ব্ল্যাক ড্রেসে এক অনন্য মাত্রা যোগ করেছে ফেদারের স্পেশাল টাচ। হ্যাঁ,  গ্ল্যামডিভা জ্যাকলিনের শরীরের ওপরের অংশ ঢাকা রয়েছে পালকে। সব মিলিয়ে বেবিকন ব্ল্যাক ফেদার ড্রেসে সেক্সি পোজে একেবারে সুপারহট কিক স্টার। 

49

বেবি কন ব্ল্যাক ফেদার ড্রেসে জ্যাকলিনের সৌষ্ঠব কোমড়ের ঝলকানি নেটদুনিয়ার বাড়াচ্ছে উষ্ণতার পারদ। বিভিন্ন শরীরী কায়দায় নিজের বডি মুভমেন্ট করে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নায়িকা। শুধু শরীরী কায়দায়ই নয়, সেই সঙ্গে কিক নায়িকার চাউনিতে একেবারে বোল্ড আউট ইন্সটা ইউজাররা। 
 

59

শরীরী অঙ্গভঙ্গিতে সেক্সি অবতারে নিজেকে মেলে ধরেছেন বলি সুন্দরী জ্যাকলিন ফার্নানডেজ। গোটা শরীর জুড়ে জ্যকলিনের রুপের আগুনে যেন জ্বলে পপুড়ে ছাই হয়ে হয়ে যাচ্ছে ইন্সটা ইউজাররা। 
 

69

এই বেবিকন ব্ল্যাক ফেদার ড্রেসের সঙ্গে পারফেক্ট মেকআপ আর খোলা চুলে নায়িকার দিক থেকে চোখ ফেরানো দায়। হাটুর ওপর জ্যাকি সুন্দরীর এই ড্রেসে থাই বেয়ে যেন চুঁইয়ে পড়ছে উষ্ণতা। ঠাটাপোড়া গরমে একদিকে যখন বাইরে রোদের উত্তাপ ক্রমশ বাড়ছে তো তখন অন্যদিকে সোশ্যাল সাইটে উষ্ণতার পাদর চড়াচ্ছেন এই বলি বিউটি। 

79

সিডাকটিভ পোজের সঙ্গে জ্যাকলিনের কিলার লুকে একেবারে কুপোকাত নেটদুনিয়া। ছোট্ট পোষাকে জ্যাকির খোলামেলা শরীর জুড়ে যেন শুধুই উষ্ণতার হাতছানি। সপ্তাহের প্রথম দিনেই নিজের রুপের আগুন আর স্টাইল স্টেটমেন্টের মিশেলে একবারে সুপারহিট নায়িকা। 

89

জ্যাকলিনের এই রিল ভিডিও-তে বয়ে গেছে লাইকের বন্যা। রুপোলি দুনিয়ার সহকর্মীরা ছাড়াও তাঁর ভক্তদের কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। সব মিলিয়ে একটা কথা না বললেই নয়, জ্যাকলিনের কয়েক সেকেন্ডের এই রিল ভিডিও জুড়ে তাঁর শরীরী খেলায় বুঁদ ইন্সটা ব্যবহারকারীরা। 
 

99

শ্রীলঙ্কান বিউটি জ্যাাকলিন ফার্নাাডেজকে দেখা যাবে বহুপ্রতিক্ষীত মুভি বিক্রান্ত রোনায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে এই ছবি মুক্তির তারিখ। আগামী ২৮ জুলাই বিগস্ক্রিনে মুক্তি পেতে চলেছে জ্যাকি অভিনীত কানাডিয়ান মুভির হিন্দি ভার্সান বিক্রান্ত রোনা। 


 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos