রুপোলি পর্দা হোক বা রিয়েল লাইফ, বলিউডের গ্ল্যামডিভা জ্যাকলিন ফার্নানডেজের রুপের আগুনে পুড়ে ছাড়খাড় হয় ছবির দর্শক থেকে জ্যাকি ভক্তরা। কখনও একেবারে দেশি লুকে তো কখনও আবার একেবারে হট অ্যান্ট বোল্ড লুকে ধরা দেন এই বলি সুন্দরী। সম্প্রতি সেই রকমই এক লুকের চমক রয়েছে নেটদুনিয়ায়।