Published : Oct 27, 2020, 11:59 PM ISTUpdated : Oct 28, 2020, 03:59 AM IST
চট মঙ্গনি, পট বিহা, কথাটি যেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বলিউড গায়িকা নেহা কক্করের ক্ষেত্রে। গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার অ্যালবাম ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি নেহা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের বিয়ের ছবি পোস্ট করে চমক দিলেন সকলকে। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি যে জিনিসটি সকলকে অবাক করেছে তা হল নেহার বিয়ের বিভিন্ন লেহেঙ্গা ও সাজগোজ। এমনকি রোহনের পোশাকেও রয়েছে সেই চমক।
অনুষ্কা শর্মার বিয়ের লুকেই সেজে উঠেছিল নেহা ও রোহন। এমনকি ছবিও তুলেছেন সেই স্টাইলে।
210
কেবল অনুষ্কাই নয়, প্রিয়ঙ্কা চোপাড়ার বিয়ের লেহেঙ্গার সঙ্গে নেহার বিয়ের আরও এক লেহেঙ্গার অবিকল মিল।
310
এছাড়াও দীপিকা পাডুকোন তাঁর একটি ওয়েডিং লুকে যেভাবে ওরনা মাথায় দিয়েছিলেন সেভাবেই নেহাও লালা ওরনা মাথায় দিয়েছেন।
410
প্রসঙ্গত, কোনও হাশ হাশ ওয়েডিংয়ে বিশ্বাসী নন নেহা। বরং রোহনের সঙ্গে প্রেম, বাগদান, বিয়ে সবই রেখেছেন জনসমক্ষে।
510
প্রসঙ্গত, কোনও হাশ হাশ ওয়েডিংয়ে বিশ্বাসী নন নেহা। বরং রোহনের সঙ্গে প্রেম, বাগদান, বিয়ে সবই রেখেছেন জনসমক্ষে।
610
অভিনব লেহেঙ্গায় সেজে উঠেছিলেন নেহা। নেহার ভাই গায়ক টোনি কক্কর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন।
710
যেখানে ঢোলের তালে তালে তাঁকে এবং অতিথিদের নাচতে দেখা যায়। করোনা আবহে সমস্ত নিয়ম কানুন মেনেই, সীমিত অতিথিদের তালিকা নিয়ে সম্পন্ন হল বিবাহানুষ্ঠান।
810
নেহা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, মেহেন্দি উৎসবের ছবিও শেয়ার করেছিলেন। এমনকি গায়ে হলুদের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
910
রোহনপ্রীতের সঙ্গে নিজের সম্পর্কের বিষয় কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন নেহা। তার আগে পর্যন্ত একাধিক ভক্তদের কৌতূহল বেড়েছিল আদিত্য নারায়ণ এবং তাঁর সম্পর্ক নিয়ে।
1010
আদিত্য, নেহার বিয়ে নিয়ে নানা মন্তব্য করে থাকলেও, গোটা বলিউড এখন নেহা ও রোহনপ্রীতকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।