প্রিয়ঙ্কা চোপড়ার সংসারেই এবার ঢুকে পড়লেন জ্যাকলিন, কেন এই সিদ্ধান্ত সলমনের নায়িকার

Published : Feb 06, 2021, 11:14 AM IST

বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া এবং বলি সেক্সিয়েস্ট জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে সরগরম বলিউড। একসময়ে যেখানে ছিল প্রিয়ঙ্কার সংসার এখন সেখানেই  ঢুকে পড়েছেন জ্যাকলিন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন কিক নায়িকা, বলিপাড়ার অন্দরেই জল্পনা বাড়ছে।

PREV
18
প্রিয়ঙ্কা চোপড়ার সংসারেই এবার ঢুকে পড়লেন জ্যাকলিন, কেন এই সিদ্ধান্ত সলমনের নায়িকার

বলিউডের ভাইজানের ঘনিষ্ঠ বান্ধবী তথা শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

28

একসময়ে যেখানে প্রিয়ঙ্কা চোপড়ার সংসার ছিল এখন নাকি সেখানেই থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। খবর প্রকাশ্যে আসা মাত্রই বাড়ছে জল্পনা।
 

38

বিষয়টি একটু খোলসা বলে বলা যাক, আসলে প্রিয়ঙ্কার পুরোনা সংসার অর্থাৎ পুরোনো বাড়িতেই থাকতে শুরু করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

48

২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার আগে পর্যন্ত প্রিয়ঙ্কা চোপড়া এই বাড়িতেই থাকতেন। কর্মযোগ নামের এই রাজকীয় বহুতলের দাম ৭ কোটি টাকা।

58

সূত্রের খবর,বিগত কয়েক বছর ধরেই মুম্বইয়ের বান্দ্রায় ভাড়া থাকছিলেন জ্যাকলিন। সম্প্রতি জ্যাকলিন তার নতুন বাসস্থানে এসেছেন।

68

সূত্রের খবর,বিগত কয়েক বছর ধরেই মুম্বইয়ের বান্দ্রায় ভাড়া থাকছিলেন জ্যাকলিন। সম্প্রতি জ্যাকলিন তার নতুন বাসস্থানে এসেছেন।

78

২০২০-র শেষের দিকে আলিয়া ভট্টও রণবীরের কাছাকাছি থাকার জন্য তার বহুতলে একটি ফ্ল্যাট কেনেন।

88

শ্রীদেবী কন্যাও নিজের এলাকা জুহুতে ৩৯ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন। এছাড়া সোনাক্ষিও মুম্বইতে চার কামড়ার বিলাসবহুল বাসস্থান কিনেছেন। এবার সেই তালিকায় পা রাখলেন জ্যাকলিন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories