আসন্ন ছবি 'মিলি'-র প্রমোশনে রীতিমতো ভক্তদের পাগল করে দিলেন জাহ্নবী কাপুর। বডি হাগিং পোশাকে বক্ষ-বিভাজিকা ফ্লন্টস করে নেটপাড়ায় উত্তাপ বাড়ালেন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর সেক্সি ফিগারে চোখ আটকে ভক্তদের।
410
বলিউড ডিভা 'মিলি'-র প্রমোশনে কালো ও সাদা রঙের কাট-আউট পোশাক পরেছিলেন যা দেখে চক্ষু কপালে উঠেছে ভক্তদের। অভিনেত্রীর গর্জিয়াস লুক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।
'মিলি'-র প্রচারে সাদা লেস দেওয়া বডি হাগিং পোশাকে পুরো অ্যাটেনশন কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। একাধিক ছবিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া পাতা। লাস্যময়ীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার মালয়ালম ছবি হেলেন-এর রিমেক এই 'মিলি'।
1010
ছবির প্রযোজনা করছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। জাহ্নবী ছাড়াও মিলি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল এবং মনোজ পাহওয়া। এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করলেন জাহ্নবী ও বনি কাপুর। আগামী মাসের ৪ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।