সম্প্রতি ধর্মগুরু সদগুরুর একটি ভিডিও তুলে ধরেন কঙ্গনা রানাউত। ওি ভিডিওতে ধর্মগুরু বলেন যে ২০০ বছর আগে ডাইনি সন্দেহে মহিলাদের জীবন্ত পুরিয়ে মারা হতো। এই ভিডিওতেই কঙ্গনা বলেন, তোমার কাছে যদি সুপার পাওয়ার থাকে, তা হলে তোমায় ডাইনি বলা হবে, আমাকেও ডাইনি বলা হয়েছিল। তবে আমাকে পোড়াতে পারেননি ওরা। শেষে আগুনের ইমোজি দেন অভিনেত্রী।