বডি হাগিং পোশাকে সুডৌল স্তনের একাংশই উন্মুক্ত, মনোক্রমে উষ্ণতার পারদ চড়ালেন জাহ্নবী


মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী । পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে নিয়ে চর্চা চলেই আসছে। আসন্ন ছবি মিলি-র প্রমোশনে রীতিমতো ভক্তদের পাগল করে দিলেন জাহ্নবী। বডি হাগিং পোশাকে বক্ষ-বিভাজিকা ফ্লন্টস করে নেটপাড়ায় উত্তাপ বাড়ালেন জাহ্নবী কাপুর।

Web Desk - ANB | Published : Oct 20, 2022 6:19 AM IST / Updated: Oct 20 2022, 12:24 PM IST
110
 বডি হাগিং পোশাকে সুডৌল স্তনের একাংশই উন্মুক্ত,  মনোক্রমে উষ্ণতার পারদ চড়ালেন জাহ্নবী

পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।  স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। 
 

210

বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। ফের নেটদুনিয়ায় ভাইরাল জাহ্নবী।  হট ছবি শেয়ার করে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। লো নেক ড্রেসের হট ক্লিভেজে মুহুর্তে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন জাহ্নবী কাপুর।

310


 আসন্ন ছবি 'মিলি'-র প্রমোশনে রীতিমতো ভক্তদের পাগল করে দিলেন জাহ্নবী কাপুর। বডি হাগিং পোশাকে বক্ষ-বিভাজিকা ফ্লন্টস করে নেটপাড়ায় উত্তাপ বাড়ালেন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর সেক্সি ফিগারে চোখ আটকে ভক্তদের।

410


বলিউড ডিভা 'মিলি'-র প্রমোশনে কালো ও সাদা রঙের কাট-আউট পোশাক পরেছিলেন যা দেখে চক্ষু কপালে উঠেছে ভক্তদের।  অভিনেত্রীর গর্জিয়াস লুক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।

510

 সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা।  বিকিনি থেকে ওয়েস্টার্ন , শাড়ি থেকে পশ্চিমী পোশাক সবেতেই ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। সুপার সেক্সি অবতারে বক্ষ বিভাজিকায় যেন আগুন জ্বলছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

610

শ্রীদেবী কন্যা  জাহ্নবী কাপুরকে নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তদের। নেটপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর।

710

বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরের শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ার পুরো অ্যাটেনশনটাই কেড়ে নিয়েছেন শ্রী কন্যা। 

810


ফ্যাশন স্টেটমেন্টে  প্রতিনিয়তই ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। তিনি  কোথায় যাচ্ছেন, কী করছেন  তা জানতে সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  লো নেক ড্রেসের হট ক্লিভেজে মুহুর্তে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন জাহ্নবী কাপুর।

910


'মিলি'-র প্রচারে সাদা লেস দেওয়া বডি হাগিং পোশাকে পুরো অ্যাটেনশন কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। একাধিক ছবিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া পাতা। লাস্যময়ীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার মালয়ালম ছবি হেলেন-এর রিমেক এই 'মিলি'।
 

1010

ছবির প্রযোজনা করছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। জাহ্নবী ছাড়াও মিলি-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল এবং মনোজ পাহওয়া। এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করলেন জাহ্নবী ও বনি কাপুর। আগামী মাসের ৪ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos