নাভী পর্যন্ত খোলা পোশাক, কেবল নেটে ঢাকা বক্ষযুগল, প্রকাশ্যে চুমুর প্রস্তাব পেয়ে এ কী করলেন জাহ্নবী

Published : Mar 22, 2021, 12:56 PM IST

জাহ্নবী কাপুর, বলিউডে ডেবিউ করার পরই সকলের নজর কেড়েছেন শ্রীকন্যা। তবে দিনে দিনে তাঁর রূপ থেকে স্টাইল, ক্রমেই যেন ভোল বদল করছে। এমনই পরিস্থিতিতে ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠেছেন জাহ্নবী তাঁর নয়া গানের হট লুক নিয়ে। 

PREV
112
নাভী পর্যন্ত খোলা পোশাক, কেবল নেটে ঢাকা বক্ষযুগল, প্রকাশ্যে চুমুর প্রস্তাব পেয়ে এ কী করলেন জাহ্নবী

দিনে দিনে রূপ যেন আরও বেড়ে চলেছে জাহ্নবী কাপুরের। স্টার কিডের তকমা ছেরে এবার নিজেই ভাইরাল শ্রী কন্যা। 

212

ধড়ক ছবি দিয়ে বলিউড সফর শুরু। সেই লুকেই ছিলেন তিনি সাবলীল। কয়েকদিন যেতে না যেতেই অন্যরূপ ধারণ। 

312

তিনি যে সব আউট ফিটেই হিট তা দিনে দিনে প্রমাণ করে চলেছেন জাহ্নবী। বলিউডে কড়া টক্কর দিতে নিজেকে তৈরি করে নিয়েছেন তিনি। 

412

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা এখন স্পষ্ট। কখনও উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার হট ভাইরাল লুক। 

512

চোখের চাউনি থেকে শুরু করে ফিগারের সপাট ভাঁজে আগুন ঝড়ানো কাকে বলে, তা দেখিয়ে দিচ্ছেন তিনি। 

612

সদ্য মুক্তি পেয়েছে রুহি ছবির নদিয়া পার গানটি। তাতেই নেচে তিনি রীতিমত নোরাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। 

712

সাহসী পোশাকে যে কতটা সাবলীল তিনি, তা প্রমাণ করতেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি

812

যেখানে কেবলই নেট দিয়ে ঢাকা শরীরের সামনের অংশ। নাভী পর্যন্ত স্পষ্ট ধরা পড়ল ফ্রেমে।

912

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ফলো করে জাহ্নবী জানান, তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেবেন ভক্তদের। 

1012

এতেই গলে গিয়ে এক ভক্ত তাঁকে দিয়ে বসলেন চুমুর প্রস্তাব। এতে বিন্দু মাত্র রেগে যাননি জাহ্নবী কাপুর।

1112

বরং মুখে তুলে নিলেন একটি মাস্ক। তার উত্তরেই তিনি জানালেন, এই মাস্ক পরে সাফ না। ইঙ্গিতে উঠে এলো করোনা ভাইরাসের সতর্কতাও। 

1212

যা প্রশংসিত হয় নেট দুনিয়ায়। জাহ্নবীর এই আদাতেই এখন বুঁদ নেট মহল। ঝড়ের বেগে ভাইরাল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories