বলিউডে শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একটু সময় পেলেই এদিক-ওদিকে বেড়িয়ে পড়েন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেই যেন ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েন প্রকৃতির কোলে। কখনও সোলো ট্রিপ, তো কখনও আবার বন্ধু কিংবা ফ্যামিলির সঙ্গে ঘুরতে চলে যান জাহ্নবী কাপুর।