শ্রীদেবী কন্যা বলে কথা, বলিউডে ডেবিউ করার পর থেকেই জাহ্নবীর ওপর নজর সকলেরই। দিনে দিনে নিজেকে বলিউডের যোগ্য করে তুলতে মরিয়া এই অভিনেত্রীর প্লাস পয়েন্ট একাধিক, তবে খামতি রয়েছে কোথা!
তবে সব দিক থেকেই কি পার্ফেক্ট শ্রী কন্যা! না, কিছু না কিছু খামতি তো থেকেই যায়। তাঁরও রয়েছে।
58
যা ধরে ফেললেন করিনা কাপুর। প্রকাশ্যে প্রশ্ন করে বসলেন বেবো, জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ।
68
উত্তর মাথা নিচু করে জাহ্নবী জানিয়ে দিলেন তিনি মোটেও নন। যে টুকু না করলেই নয় শুধু সেই টুকু।
78
পাশাপাশি তিনি আরো জানান, তিনি ততটাই খারাপ হচ্ছেন মেসেজ করার ক্ষেত্রে। অনেক সময় লিখে পাঠাতেই ভুলে যান।
88
কেউ কেউ মেসেজ করলে তিনি দেখেনই না। পড়েনই না। তাই নিজেই বলেন সকলকে যেন তাঁকে ফোন করে নেওয়া হয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।