পেছন থেকে কিছুতেই আটকাচ্ছে না জামা, ক্যামেরার সামনে বাঁচাতে হাত দিয়ে চেপে ধরে রাখলেন জাহ্নবী

বলিউডের স্টানিং ডিভা শ্রীকন্যা জাহ্নবী। একাধিকবার পোশাক নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে এই সেলেবকে। কখনও প্রকাশ্যে শুনতে হয়েছে শ্রীদেবীর মুখে কটুকথা, কখনও আবার প্রকাশ্যে উঠে এসেছে পোষাক নির্বাচনের পর তা ঘিরে নানা সমস্যা। 

Jayita Chandra | Published : Feb 2, 2021 12:02 PM IST
18
পেছন থেকে কিছুতেই আটকাচ্ছে না জামা, ক্যামেরার সামনে বাঁচাতে হাত দিয়ে চেপে ধরে রাখলেন জাহ্নবী

জাহ্নবী কাপুর, বলিউডে পা রেখেই নিজের স্টাইলিস লুকে ভক্তদের মন জয় করেছেন। একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। 

28

পাশাপাশি পাল্লা দিয়ে চলছে ফোটোশ্যুটের কাজ, কখনও বিজ্ঞাপন কখনও আবার ব়্যাম্পে ঝড় তুলছেন এই বলিউড স্টার।

38

হটনেসে ঝড় তোলা লুকই সামাল দিতে নাজেহাল জাহ্নবী। মাঝে মধ্যেই পোশাক নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁকে। 

48

একবার শ্রীদেবীর সঙ্গে গিয়েছিলেন এক পাার্টিতে। সেখানেই পোশাকের ওপর থেকে দেখা যাচ্ছিল স্তনের অংশ। 

58

চোখে পড়া মাত্রই মুহূর্তে গর্জে উঠে ছিলেন শ্রীদেবী। পার্টি থেকে টানতে টানতে মেয়েকে বের করে নিয়ে গিয়েছিলেন তিনি। 

68

আবারও সেই একই প্রসঙ্গে ভাইরাল হলেন জাহ্নবী। তবে এবার ছবি নিজেই শেয়ার করলেন এই হট ডিভা। 

78

খাওয়ার চোটে বেজায় গেলেন ফুলে। এমন অবস্থা যে শেষে জামা ঢুকছে না গায়ে। পেছন থেকে তা টাইট করে লাগাতে ব্যস্ত ড্রেসার। 

88

হাত দিয়ে বুকের সামনের অংশ ঢেকে রাখলেন জাহ্নবী। মুহূর্তে এই ছবি হয়ে উঠল ভাইরাল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos