'মনের দিক থেকে শাহরুখ রাজা, বুঝেছিলাম বাদশাহ ছবিতেই'. কী ঘটেছিল, জানালেন জনি লিভার

শাহরুখ খানের নামেই মুখে হাসি, শাহরুখের মন অনেক বড়  কেন জানালেন জনি লিভার। শাহরুখের নাম শুনতেই কোন ঘটনার কথা মনে এলো, যা কোনও দিন ভুলবেন না তিনি... 

Jayita Chandra | Published : Dec 7, 2020 12:07 PM
17
'মনের দিক থেকে শাহরুখ  রাজা, বুঝেছিলাম বাদশাহ ছবিতেই'. কী ঘটেছিল, জানালেন জনি লিভার

শাহরুখ খানের সঙ্গে কম বেশি সকলেরই কাজের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু জনি লিভারের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। 

27

তাঁকে শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন করতেই মুখে এক ভিন্ন হাসি ধরা পড়ল। যা দেখা মাত্র এক অন্য গল্প তাঁর মনে পড়ে যায়। 

37

শাহরুখ খানের সঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে জনি লিভারকে। তবে বাদশাহ ছবির কথা কোনও দিন তিনি ভুলবেন না।

47

এই ছবিতে শ্যুটিং-এর সময় তিনি পড়েন বিপাকে, তাঁর বাবা ছিলেন ভিষণ অসুস্থ। তবে সেটে তা কাউকে জানতে দেননি। 

57

কীভাবে যেন জানতে পেড়ে গিয়েছিলেন শাহরুখ খান। তিনি এসসে জনি লিভারকে জানিয়েছিলেন, তিনি যেন মন দিয়ে পাঠ করেন। প্রয়োজনে শাহরুখ নিজে খোঁজ নেবেন জনি লিভারের বাবার।

67

বাদশাহ ছবির সেটের ঘটনা। যা আজও অবধি ভোলেননি জনি লিভার। তিনি জানান, তখনই বুঝেছিলান শাহরুখ খান কত বড় মনের মানুষ। 

77

কাভি খুশি কাভি গাম থেকে শুরু করে বাজিগর, বাদশাহ একাধিক ছবিতে এই জুটি ঝড় তুলেছেন বক্স অফিসে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos