কন্ট্রোল ফ্রিক শাহিদের সঙ্গমের সময় এটা চাই-ই চাই, কীভাবে সামলান স্ত্রী মীরা জানলে চমকে যাবেন

Published : Apr 21, 2022, 05:42 PM IST

 বলি অভিনেতা শাহিদ কাপুরকে নিয়ে সর্বদাই চর্চা চলছে। তার সেক্স লাইভ জানার জন্য  মুখিয়ে থাকেন ভক্তরা। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। অভিনয়ে না এলেও বলি তারকাদের টক্কর দিতে প্রস্তুত শাহিদ পত্নী মীরা রাজপুত। এমনকী বলিউডের কবির সিং-কেও নিজের হাতের মুঠোয় রাখেন মীরা রাজপুত। শুধু তাই নয়, সঙ্গম থেকে যৌনজীবন নিয়ে বেশ খুল্লামখুল্লা মীরা রাজপুত। এক শো-তে গিয়ে  নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা। কন্ট্রোল ফ্রিক শাহিদকে কীভাবে সামলান মীরা, জানলে চমকে যাবেন।  

PREV
19
কন্ট্রোল ফ্রিক শাহিদের সঙ্গমের সময় এটা চাই-ই চাই,  কীভাবে সামলান স্ত্রী মীরা জানলে চমকে যাবেন

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।

 

29

বরাবরই নিজের ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গ শেয়ার করে লাইমলাইটে থাকেন বলিপাড়ার এই হট দম্পতি। বেশ কিছুদিন আগে মীরা নিজের লাইফস্টাইল সম্বন্ধে মুখ খুলেছিলেন। নিজের পোশাক থেকে স্টাইল স্টেটমেন্ট সবটাই তিনি নিজের পছন্দমতো করেন।
 

39

বলি অভিনেতা শাহিদ কাপুরকে নিয়ে সর্বদাই চর্চা চলছে। তার সেক্স লাইভ জানার জন্য  মুখিয়ে থাকেন ভক্তরা। শুধু তাই নয়, সঙ্গম থেকে যৌনজীবন নিয়ে বেশ খুল্লামখুল্লা মীরা রাজপুত। এক শো-তে গিয়ে  নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা।

49

বি-টাউনের নিজের চেয়ে বয়সে বড় অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে বরাবরই লাইমলাইটের শীর্ষে থেকেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। অভিনয়ে না এলেও বলি তারকাদের টক্কর দিতে প্রস্তুত শাহিদ পত্নী মীরা রাজপুত।

59

এক শো-তে গিয়ে  নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা। যৌনজীবন থেকে বেডরুমের গোপনীয়তা সব কিছু নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়েছিলেন মীরা। নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা। 

69


মীরা জানিয়েছিলেন, শাহিদ কাপুর প্রচন্ড কন্ট্রোল ফ্রিক। এমনকী বিছানায় কী করতে হব সেটাও শাহিদ জানিয়েছিলেন। প্রকাশ্যে এই কথা শোনার পরই লজ্জায় লাল হয়ে গেছিলেন শাহিদ। নিজের লাইফস্টাইলই শুধু নয়,  জনপ্রিয় চ্যাট শো-তে তাদের বিবাহিত জীবনের অনেক গোপন তথ্যই  শেয়ার করেছিলেন মীরা ।

79


২০১৫ সালের ৭ জুলাই  নিজের চেয়ে ১৩ বছরের বড় শাহিদকে বিয়ে করেন মীরা। দেখতে দেখতে ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন শাহিদ ও মীরা। সুখী দাম্পত্যের উদাহরণ হয়ে উঠেছেন এই তারকা দম্পতি। সদ্য কয়েকদিন আগে ৬ বছরের বিবাহবার্ষিকীকে শাহিদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি তোমাকে কতটা ভালবাসি তা ভাষায় প্রকাশ করে যাবে না, হ্যাপি ৬, আমার জীবন, আমার ভালবাসা।

89

শাহিদ ও মীরার প্রেমের গল্প কোনও বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শাহিদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরা রাজপুতের। তখন মীরার বয়স ছিল মাত্র ১৬ বছর। এরপরই ২০১৪ সালে দুই পরিবারই শাহিদ-মীরার দেখা করার  ব্যবস্থা করে দেয়।

99


মীরার সঙ্গে প্রথম দেখা করতে গিয়ে ১৫ মিনিটের বদলে প্রায় ৭ ঘন্টা গল্প করেছিলেন মীরা ও শাহিদ কাপুর। তারপর ২০১৫ সালের ৭ জুলাই  নিজের চেয়ে ১৩ বছরের বড় শাহিদকে বিয়ে করেন মীরা। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল বিয়ের মূল অনুষ্ঠান। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories