কাজল অগরওয়ালের বিয়ে যেন স্বপ্নের মত। তাঁর বিয়ের লেগেঙ্গা, সাজগোজ থেকে শুরু করে বিয়ের আসর, সাজসজ্জা সবই ছিল বিনোদনপ্রেমীদের নজরে। অভিনব লেহেঙ্গার ডিজাইন, সঙ্গে মেকআপও ছিল ইউনিকনেস। কাজলের বিয়ের খবর এখনও সংবাদ শিরোনামে। সম্প্রতি মালদ্বীপে কতাটানো হানিমুনের বিভিন্ন মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেন কাজল। যা দেখে ভক্তরা মুগ্ধ হয়েছে। সেই ছবিগুলি রীতিমত ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়।
অ্যাকোয়ারিয়ামের তলায় তৈরি সেই হোটেল। মাস্টার বেডরুমে রয়েছে সমস্ত প্রয়োজনীয় জিনিস।
58
সেখানেই বসে ছবি পোস্ট করেছিলেন কাজল। এবার ভাইরাল হল তাঁর এবং গৌতমের ঘনিষ্ঠতার ছবি।
68
জলের তলায় ডাইভিং করতে গিয়ে বরের সঙ্গে রীতিমত ঘনিষ্ঠতায় মজলেন মিসেস অগরওয়াল কিচলু।
78
কালো রঙের মনোকিনিতে দেখা যাচ্ছে কাজলকে। যআ পরে জলের তলায় হটনেসের পারদ চড়িয়েছেন তিনি।
88
তার উপর গৌতমের সঙ্গে ডাইভ করতে করতেই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। ছবিগুলি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।